মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিভাগীয় ইসলামিক স্টাডিজ ফোরাম এর মানববন্ধন ও স্মারক লিপি প্রদানকরেন ফোরামের ময়মনসিংহ বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ। ইসলামিক স্টাডিজ ফোরাম, ময়মনসিংহ বিভাগ আজ ৩০ অক্টোবর বুধবার বেলা সাড়ে ১১ টায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে রাস্তায় ৭ দফা দাবী বাস্তবায়নের দাবিতে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শতশত ফোরামের সদস্য বৃন্দ।
মানববন্ধন শেষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।উক্ত স্মারকলিপি বিভাগীয় কমিশনারের পক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার গ্রহণ করেন। এসময় ইসলামিক স্টাডিজ ফোরাম এর ময়মনসিংহ বিভাগের সভাপতি অধ্যাপক মুফতি মুহিববুল্লাহ ও সাধারণত সম্পাদক অধ্যাপক মোঃ মাহবুবুল আলমসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।