মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ময়মনসিংহ জেলা শাখার কমিটি গঠন উপলক্ষে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২২অক্টোবর বিকাল ৩ ঘটিকা ময়মনসিংহ মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মাহমুদুল্লাহ ফারুকী।
আজকের কর্মী সম্মেলনে বাংলাদেশ খেলাফত আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। আলহাজ্ব মাওলানা মোহাম্মদ উল্লাহ ও মুফতি মাওলানা হাবিবুল্লাহ খানকে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।
বাংলাদেশ খেলাফত আন্দোলন ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে মুফতি মাওলানা হাবিবুল্লাহ খান এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমির মাওলানা আবু জাফর কাসেমী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মুফতি এনায়েতুল্লাহ হাফেজী।প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের ভারপ্রাপ্ত মহাসচিব মুফতি মোহাম্মদ ফখরুল ইসলাম। উক্ত কর্মী সম্মেলনে মোনাজাত পরিচালনা করেন পীর সাহেব মহাকালী হাফেজ মাওলানা ইব্রাহিম বিন আলী।