ময়মনসিংহে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার, থানায় ১৮জনকে তলব
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহ নগরীর ১১ নম্বর ওয়ার্ডের একটি নির্মাণাধীন ভবনের ৩য়তলা থেকে এক নির্মাণ শ্রমিক সর্দারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে নগরীর গরুর খোয়ার মোড় এলাকায় মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ১৮ জন নির্মাণ শ্রমিককে তলব করেছে থানা পুলিশ। নিহত ব্যক্তির নাম রমজান আলী বলে জানা যায়।
সে গত ৫ বছর যাবত ময়মনসিংহ নগরীতে ভবন নির্মাণের কাজ করতো বলে জানা যায়। স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর ভবনের নির্মাণ শ্রমিকরা মরদেহটি দেখতে পায়। পরে খবর পেয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশ জানায়, রড দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।