মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে গ্রেফতার ০৮ জন। গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করিয়া ০৮ জন আসামী গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আনোয়ার হোসেন সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ডাকাতি মামলার আসামী ১। ইব্রাহিম খলিল (৪৮), পিতামৃত-দেলোয়ার হোসেন, মাতা-সোনাবি খাতুন, সাং-ধনার চর মধ্যপাড়া, থানা-বৌমারী, জেলা-কুড়িগ্রাম, এপি/সাং-গোহাইলটেক রাকু মিয়ার বাসার ভাড়াটিয়া, থানা-দক্ষিন খান, জেলা-ডিএমপি ঢাকা, ২। মোঃ হামিদ ফকির (২৭), পিতা-হযরত আলী, মাতা- মোছাঃ আমেনা খাতুন, সাং-ডিগ্রীরচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর, এপি/সাং-টিএন্ডটি আনোয়ার কোম্পানীর মেস কোয়াটার, থানা-টঙ্গী, জেলা-জিএমপি গাজীপুর, ৩। মোঃ ইন্তাজ আলী (৩৮), পিতামৃত-সুবুর আলী, মাতা-মোছাঃ আছিয়া, সাং-ডিগ্রীরচর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুর, এপি/সাং -দক্ষিন বাঘা পুর জনৈক আলী আকবর এর বাসার ভাড়াটিয়া, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, ভোলা- ঢাকা'দের গ্রেফতার করা হয় এবং তাহাদের ডাকাতির লুণ্ঠিত মালামাল ০৬টি মোবাইল ও নগদ ৪১,৫০০ টাকা উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) সোহেল রানা সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ রনি মিয়া (২৭), পিতা- রফিকুল ইসলাম রফিক, মাতা- জ্যোসনা বেগম, সাং-সেনবাড়ী, ২। মোঃ বাবু মিয়া (২৯), পিতা- মোহাম্মদ আলী সেলিম, মাতা- রাশিদা, সাং- আকুয়া দক্ষিনপাড়া, একডেমি রোড, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয় এবং তাহাদের নিকট হইতে ৬০ পিস ইনজেকশন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) আমিরুল ইসলাম সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী প্রিতম সাহা (২৪), পিতা-পার্থ সাহা, মাতা-চম্পা রানী সাহা, ঠিকানা: স্থায়ী: (চম্পা রানী সাহা), উপজেলা/থানা- শেরপুর সদর, জেলা-শেরপুরকে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) আবু সায়েম সংগীয় ফোস সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ জিহাদ সিকদার (১৮), পিতা-মোঃ আমিন সিকদার, ঠিকানা: স্থায়ী: (জুবলী কোয়াটার), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা ময়মনসিংহ, ২। মোঃ অপু (১৮), পিতা- মোঃ লাভলু, ঠিকানা: স্থায়ী: (জুবলী কোয়াটার), উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।