মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের বৃহত্তম সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
২৯ অক্টোবর মঙ্গলবার বিকাল ৪ টায় ময়মনসিংহ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জাতীয় সংগীতের মধ্য দিয়ে এ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি , ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সারওয়ার কামাল রবিন ও সাধারণ সম্পাদক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের স্লোগান ছিল “মানুষ_ছাড়া_ক্ষ্যাপা_রে_তুই_মূল_হারাবি”
নিপীড়িত মানুষের গান গাওয়ার অঙ্গীকার নিয়ে ন্যায় ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সোচ্চার হওয়ার লক্ষ্যে ১৯৬৮ সালের ২৯ অক্টোবর প্রতিষ্ঠিত হয়েছিল বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
আলোচনা সভার সভাপত্বিত করেন ময়মনসিংহ জেলা শাখার সভাপতি সারওয়ার কামাল রবিন, আলোচনা করেন অ্যাডভোকেট এমদাদুল হক মিলাদ,অধ্যাপক আশীব্রত চৌধুরী, কেন্দ্রীয় মহিলা পরিষদ সহ-সভাপতি মাহমুদা হেলেন।