প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ৭:৩৮ অপরাহ্ণ
ময়মনসিংহের ভালুকায় জাতীয় সমবায় দিবস পালিত
ময়মনসিংহের ভালুকায় জাতীয় সমবায় দিবস পালিত
মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি: “সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগান কে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। আজ ২ নভেম্বর শনিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কর্মকর্তা অপরুপা মালাকার এর সভাপতিত্বে সহকারী পরিদর্শক পরিমল চন্দ্র সরকার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নির্বাহী কর্মকর্তা আলীনূর খান, মো: মুশিদুল আলম, বিআরডিবি চেয়ারম্যান মোস্তফা কামাল, সেইফ দ্যা ওমেন্সের সদস্য নাজমা বেগম, ভালুকা সরকারি কলেজের শরীর চর্চা শিক্ষক মোয়াজ্জেম হোসেন ঢালী মনির, নিশাদ মিয়া প্রমূখ্য। আলোচনা শেষে ১১ জন সফল সমবায়ীদের সম্মাননা ক্র্যাস্ট প্রদান করা হয়। ১১ জন সফল সমবায়ীদের মধ্যে মাটি ও মানুষ কৃষি উন্নয়ন সমবায় সমিতিকেও ক্রেষ্ঠ প্রধান করা হয়। সম্মননা ক্রেষ্ঠ গ্রহন করেন সমিতির চেয়ারম্যান শেখ মোঃ লিটন মিয়া। সম্মাননা ক্র্যাস্ট প্রদান অনুষ্ঠানে উপজেলার প্রায় ২শত ৩৫ টি সমবায় সমিতির সদস্য বৃন্দ সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন এ সময় উপস্থিত ছিলেন ।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.