মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে ভালুকা পুরাতন বাসট্যান্ড বিএনপি কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ভালুকা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভালুকা পৌর যুবদলের সভাপতি, ময়মনসিংহ দক্ষিণ যুবদলের সদস্য আতিকুল ইসলাম আতিকের সভাপতিত্বে ও ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ তাজমুল হক মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমীন মাসুদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সম্পাদক মতিউর রহমান মিল্টন, দক্ষিন জেলা যুবদলের সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা প্রমুখ। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলকে এগিয়ে নিতে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।