স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন: টাঙ্গাইলের ধনবাড়ীতে ধনবাড়ী টু ঢাকা বিনিময় এয়ারকন বুলেট (এসি বাস) আগামীকাল ১০ নভেম্বর রবিবার থেকে নতুন উদ্যমে চলবে । এ উপলক্ষে ৯ নভেম্বর শনিবার সন্ধ্যায় বিনিময় এসি বাস কাউন্টার ধনবাড়ীতে আলোচনা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা এবং দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, পৌর বিএনপির সভাপতি এস এম এ ছোবাহান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, ধোপাখাখী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামাল হোসেন তালুকদার (মিন্টু),উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক লেবু সহ বিএনপির অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী , বিনিময় মালিক এবং শ্রমিক সমিতির নেতাকর্মী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বতের সঞ্চালনায় উক্ত আলোচনা এবং দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিনিময় বাস মালিক সমিতির আহ্বায়ক আলহাজ্ব মুশফিকুর রহমান । আলোচনায় প্রধান বক্তার বক্তব্যে অধ্যক্ষ এম আজিজুর রহমান বলেন, ‘ আগামীকাল থেকে দুইটা এয়ারকন বুলেট (এসি বাস) ধনবাড়ী টু কল্যাণপুর নিয়মিত যাতায়াত করবে । প্রয়োজনে নতুন নতুন মালিকানায় আরো ১০ টা এসি বাস এই রুটে নামানো হবে । আদার ব্যাপারী যেমন জাহাজের খবর নেয় ঠিক তেমনি যারা ধনবাড়ীতে অধিকার বঞ্চিত ছিলো তাদের অর্থাৎ আদার ব্যাপারীদের এবার বিনিময় এসি বাসের মালিক বানানো হবে । আলোচনা এবং দোয়া শেষে ফিতা কেটে এয়ারকন বুলেট (এসি বাস) সার্ভিসের শুভ উদ্বোধন করা হয় এবং উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণ করা হয় ।