নেত্রকোনা কেন্দুয়া, ৩ অক্টোবর ২০২৪ আবুল হাসেম ভূঁইয়া,পাইকুরা ইউনিয়ন বি এন পির সভাপতি যিনি সাম্প্রতিককালে বেশ কিছু অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নজরবন্দি ছিলেন, অবশেষে যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন। তাকে ৭০ কেজি তেল, ৭০ কেজি ডাউল এবং ১৭৫ কেজি চাউল লুটের অভিযোগে আটক করা হয়েছে। এসব পণ্য সরকার পরিচালিত সংস্থা টিসিবির ছিল, যা জনসাধারণের ন্যায্যমূল্যে খাদ্য সামগ্রী সরবরাহের উদ্দেশ্যে সংরক্ষিত ছিল।
অনেকদিন ধরেই এই চক্রটি টিসিবির পণ্য চুরি করে বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই পণ্যসহ আবুল হাসেম ভুইয়াকে আটক করা হয়।
তাকে বর্তমানে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে তদন্তের আওতায় আনা হয়েছে এবং এই ঘটনায় অন্যান্য সহযোগীদেরও চিহ্নিত করার জন্য তদন্ত চলছে।