বাগেরহাট ফোরাম ঢাকা খিলগাঁও জোনের কমিটি গঠিত
স্টাফ রিপোর্টার: সম্প্রতি বাগেরহাট ফোরাম ঢাকা খিলগাঁও জোনের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি গঠনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট ফোরামের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী হাফেজ সুলতানা আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোরামের সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা এডভোকেট বেলায়েত হোসেন সুজা। নতুন কমিটিতে সভাপতি হিসেবে এস এম এ যুবায়ের রানাকে এবং সেক্রেটারি হিসেবে মোঃ মেহেদী হাসানকে নির্বাচিত করা হয়েছে। খিলগাঁও, সবুজবাগ ও মুগদা থানা নিয়ে গঠিত এই খিলগাঁও জোন কমিটি মোট ২১ সদস্যের গঠিত হয় । কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল আলিম ও মাওলানা মাসুদুর রহমান।
এছাড়া সহকারি সেক্রেটারি হিসেবে রয়েছেন মামদুদ উর রহমান। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং অর্থ সম্পাদক মাওলানা শামীম হোসেন। বাগেরহাট ফোরাম একটি আঞ্চলিক সামাজিক সংগঠন, যা ঢাকায় বসবাসরত বাগেরহাটবাসীদের মধ্যে সংযোগ স্থাপনের কাজ করে থাকে। এছাড়া, আসছে ডিসেম্বরের ২০ তারিখ ঢাকার অদূরে একটি রিসোর্টে মিলন মেলা ২০২৪ আয়োজনের ব্যাপারে আলোচনা করা হয়। নির্বাচিত নেতৃবৃন্দ আগামী ২০শে ডিসেম্বর মিলন মেলা ২০২৪ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করতে একমত হন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি আশাবাদ ব্যক্ত করেন ২০ শে ডিসেম্বরের মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজসেবক রাত জাতীয় রাজনীতিবিদ সাবেক এমপি অধ্যাপক মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার এছাড়াও দেশবরেণ্য রাজনীতিবিদ শিক্ষাবিদ আলোকিত মানুষ উপস্থিত থাকবেন।