বাগেরহাট জেলা পরিষদের সাবেক সদস্য মো: মনিরুজ্জামান ঝুমুরকে গণধোলাইয়ের পর থানায় সোপর্দ করা হয়েছে।ঝুমুর কচুয়া উপজেলা থেকে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছিলেন।
কচুয়া উপজেলা যুবলীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য হিসেবে তিনি বিভিন্ন প্রকার নিয়োগবানিজ্যের সাথে জড়িত ছিলেন।
ঝুমুর ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পক্ষে ছাত্র জনতার বিরুদ্ধে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিয়েছিল। যুবলীগের ত্রাসে কচুয়ার দুইটি কলেজ ও মাদ্রাসা থেকে ছাত্ররা আন্দোলনে যেতে পারেনি। কচুয়ার ছাত্ররা পালিয়ে বাগেরহাটে গিয়ে আন্দোলনে যোগ দেয়।
ঝুমুর একটি কেসে হাজিরা দিয়ে বাগেরহাট জজকোর্ট থেকে বের হবার সময় নির্যাতিত জনতা ক্ষিপ্ত হয়ে হাল্কা মারধর করে পুলিশের কাছে সোপর্দ করে।
উল্লেখ্য গত সেপ্টেম্বর মাসে ঝুমুরকে ঢাকা থেকে কে বা কারা গাড়িতে তুলে নিয়েছিলো এবং ২ দিন পরে আবার ছাড়া পায়।