প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৯:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ৮:২৫ অপরাহ্ণ
বাংলাদেশী দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর দক্ষিণ কৃষকদল
বাংলাদেশী দূতাবাসে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মহানগর দক্ষিণ কৃষকদল
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার: ভারত ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে মঙ্গলবার ৩ ই ডিসেম্বর বিএনপির বিক্ষোভ মিছিলে ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল।গত সোমাবার ত্রিপুরার আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতি নামক একটি সংগঠন কর্তৃক বাংলাদেশী উপ হাইকমিশনের হামলার খবর গণমাধ্যমে ছড়িয়ে পড়লে সারা দেশে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দেয়।
এরই ধারাবাহিকতায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও কষক দলেরও বিক্ষোভ কর্মসূচির ডাক দেয়া হয়। উক্ত বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দলের আহবায়ক হাজী কামাল হোসেন,সদস্য সচিব মীর হাসান কামাল তাপস,১নং যুগ্ম- আহবায়ক মোয়াজ্জেম হোসেন বাদশা সহ ঢাকা মহানগর দক্ষিণ ও থানার কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.