স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন: টাঙ্গাইলের মধুপুরে আন্তর্জাতিক সাহিত্য সংগঠন বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ৩০ অক্টোবর বুধবার সন্ধ্যায় মধুপুর বাসাবাড়ি মার্কেট এর ভাওয়াল রেস্টুরেন্টে এই অনুষ্ঠানে ধনবাড়ী মধুপুর গোপালপুর ঘাটাইল সহ টাঙ্গাইল জেলার বিভিন্ন স্থান থেকে কবি সাহিত্যিক গানের শিল্পী এবং সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন ।
বলাকা সাহিত্য চর্চার এই কবিতা ও গানে গানে হেমন্ত সন্ধ্যার এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ, কবি সংগঠক বাবু নেপাল চন্দ্র সূত্রধর এবং কবি নাজমুছ সাদাৎ নোমান । বলাকা সাহিত্য চর্চা পরিষদের প্রতিষ্ঠাতা অধ্যাপক ফিরোজ আহমেদ বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক! এবং ধনবাড়ীর কবি হিসেবে পরিচিত মোহাম্মদ ইমাম হাসান (সোহান) , কবি ও সাংবাদিক হিসেবে পরিচিত বিশ্বজিৎ চক্রবর্তী , কবি মোহাম্মদ গোলাম মোস্তফা, কবি ও সাংবাদিক মো: নজরুল ইসলাম, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, কবি বিদ্যুৎ কুমার তালুকদার, কবি ও সাংবাদিক অধ্যাপক মেজবাহ উদ্দিন আহমেদ, কবি বাবু নেপাল চন্দ্র সূত্রধর, কবি অধ্যাপক ফিরোজ আহমেদ সহ অনেকেই । কবি বিদ্যুৎ কুমার তালুকদার এর সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরও সাহিত্য বিষয়ক আলোচনা করেন কবি বিশ্বজিৎ চক্রবর্তী ও ধনবাড়ীর কবি মোহাম্মদ ইমাম হাসান (সোহান) । ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং কবি মোহাম্মদ ইমাম হাসান (সোহান) সাহিত্য আলোচনায় তার বক্তব্যে বলেন,’ বলাকা সাহিত্য চর্চা পরিষদ একটা আন্তর্জাতিক মানের সাহিত্য সংগঠন, এই পরিষদের কবি সাহিত্যিক বৃন্দ বাংলাদেশ ভারত ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বাংলা সাহিত্যের সুষ্ঠ বিকাশ এবং চর্চা চালু রেখেছেন । অধ্যাপক ফিরোজ আহমেদ বাবলু এই বলাকা সাহিত্য চর্চা পরিষদ প্রতিষ্ঠা করে বর্তমান অপসংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন । আমরা কবি সাহিত্যিকরা কবি ফিরোজ আহমেদ বাবলু ভাই এর পাশে আছি এবং সবসময় তার এই মহতী উদ্যোগের জন্য জোড়ালো ভাবে এই রকম অনুষ্ঠানে অংশ গ্রহণ করে যাবো ‘। আলোচনা এবং কবিতা আবৃত্তি শেষে গানে গানে অনুষ্ঠান মাতিয়ে রাখেন কন্ঠ শিল্পী রুহুল আমিন খোকন,কন্ঠ শিল্পী অনিরুদ্ধ কর্মকার , কবি এবং কন্ঠ শিল্পী বিদ্যুৎ কুমার তালুকদার, কবি, সাংবাদিক এবং কন্ঠ শিল্পী বিশ্বজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানের সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন এসিয়ান টিভির উত্তর টাঙ্গাইল প্রতিনিধি আব্দুল লতিফ, বাংলাদেশ সমাচারের ঘাটাইল প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ মোখলেছুর রহমান, প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন , সকালের শিরোনাম টাঙ্গাইল প্রতিনিধি মেহেদী হাসান সাগর সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।