স্টাফ রিপোর্টার: প্রেসক্লাব গোপালগঞ্জে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। অজ্ঞাত চোর চক্র গত ৩ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ৮ টা থেকে ৪ নভেম্বর সকাল ৮ টার মধ্যে যেকোনো সময়ে প্রেসক্লাবের উপরের টিন কেটে ভিতরে প্রবেশ করে প্রায় এক লক্ষ টাকা মূল্যের ৪৮ ইঞ্চি সাইজের একটি সনি এলইডি টিভি, বারান্দায় থাকা একটি পানির মটর যাহার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা, স্টিলের আলমারীতে থাকা প্রেসক্লাবের প্রয়োজনীয় নথি ও খাতাপত্র, মূল্যবান বাথরুম ফিটিংস চুরি করে বারান্দার টিন কেটে নির্বিঘ্নে পালিয়ে যায়।
পরে সকালে বিষয়টি জানাজানি হলে প্রেসক্লাব গোপালগঞ্জ -এর মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম নিজে বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সম্প্রতি প্রেসক্লাব গোপালগঞ্জ নিয়ে একটি কুচুক্তি মহল বিভিন্ন ধরনের পাঁয়তারা করে আসছে। প্রেসক্লাব গোপালগঞ্জের গুরুত্বপূর্ণ নথি এবং প্রয়োজনীয় কাগজপত্র চুরি করা হতে পারে বলে আশঙ্কা করছে প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
প্রেসক্লাব, গোপালগঞ্জ-এ দুর্ধর্ষ চুরি সংঘটিত হওয়ার খবর পেয়ে গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ সোমবার (৪ নভেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে, ১৯৭২ সালে শহরের ব্যস্ততম এলাকায় প্রতিষ্ঠিত প্রেসক্লাব গোপালগঞ্জ। ঐতিহ্যবাহী এ প্রেসক্লাবে দুর্ধর্ষ চুরির ঘটনায় প্রেসক্লাব গোপালগঞ্জ, গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। জেলা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ও তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অজ্ঞাত চোর চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানিয়েছেন।