রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা (ভারত): আজ ২০ শে নভেম্বর বুধবার, ঠিক সকাল সাড়ে ১১ টায়, শিয়ালদা স্টেশনের সামনে স্মার্ট বাজার সংলগ্ন জায়গায়, কয়েকশো পুলিশের চাকরী প্রার্থীরা, তাদের চাকরির দাবীতে এবং প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে , রাজ্য সরকারকে অবিলম্বে ওবিসি সংরক্ষণের জটিলতা মেটাতে বিশাল মহামিছিল করলেন শিয়ালদা থেকে ধর্মতলা ডরিনা ক্রসিং পর্যন্ত।
তাহারা পুলিশ মন্ত্রীকে হুঁশিয়ারী দেন, অবিলম্বে সমস্ত দালালি যাতে বন্ধ হয়, এবং আমাদের চাকরির ব্যবস্থা যাতে তাড়াতাড়ি হয় তাহার ব্যবস্থা করতে। আর দালাল চক্র নয়, এবার স্বচ্ছ ভাবে নিয়োগ দিতে হবে। আমরা কোন সরকার বিরোধী কথা বলবো না কিন্তু প্রশ্নপত্র ফাঁস বন্ধ করে দ্রুত নিয়োগ চাই
আমাদের দাবী, ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে সম্মতি জানিয়ে, অতি দ্রুত পুলিশি পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
প্রশ্নপত্র ফাঁস রুখতে ও স্বচ্ছ নিয়োগ করতে cbt এক্সামের ব্যবস্থা করতে হবে।
পুলিশি পরীক্ষায় সিভিক রিজার্ভেশন অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
ওবিসি বাহানা বন্ধ হোক পরীক্ষার দিন প্রকাশ হোক, আমরা এই প্রথম দেখলাম স্বাধীনতার পরে পরীক্ষা না দিয়ে চাকরি। অবিলম্বে এই সকল দালাল রাজদের কে বন্ধ করতে হবে। স্বচ্ছতার সহিত আমাদের নিয়োগ চাই। এবং পরীক্ষার ব্যবস্থা করতে হবে। এতদিন আমরা চুপ করে ছিলাম ধৈর্য ধরে, কিন্তু সরকার কোনোভাবে ভ্রক্ষেপ না দেওয়ায় আমরা বাধ্য হয়েছি পথে নামতে, এবার আমাদের দাবী আদায় করে নেব। যতদিন না আমাদের দাবী আদায় হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাব। তারা ধর্মতলার রাস্তা অবরোধ করার সিদ্ধান্ত নেন কিন্তু পুলিশের কথা রাখতেই তারা ডরিনা ক্রসিংয়ের একদিকে ব্যারিকেড এর মধ্যে অবস্থান ও বিক্ষোভ করতে থাকেন। তারা বলেন আমাদেরকে আগে কোনদিন এই ধরনের ওবিসির কথা তুলে ধরেননি, হঠাৎ করে আমাদেরকে ওবিসি নামে জটিলতা সৃষ্টি করেছে, তাই পুলিশ মন্ত্রীর কাছে আমাদের দাবি অবিলম্বে ওবিসি সংরক্ষণের জটিলতা মেটাতে হবে। আমরা ঘুঘুর বাসা ভেঙে ছাড়বো, মিছিল যত ধর্মতলার দিকে এগিয়ে আসে, মাঝে মাঝেই তারা রাস্তা অবরোধ করে বসে পড়েন। আমাদের পরীক্ষার ব্যবস্থা না করা পর্যন্ত আমরা অবস্থান চালিয়ে যাব।