প্রয়োজনে আমি প্রিয়জন
আনোয়ারুল কবির বাবলু
*********************************************
জীবন এবং জীবিকা,
সাধ এবং সাধ্য
সব আজ অপ্রতিরোধ্য
কার্তিকের মরা নদীর বুকে কাঁশফুল ফুটে,
বাতাসে দোল খায়,
আর সুখ জাহির করে।
আসলে দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে
জোয়ার বিহীন নদীতে
বেসুরা তালে বিরহের ভাটিয়ালি গায়।
সান্ত্বনা খুঁজে হেমন্তের সবুজ সোনালি মাঠে,
নবান্ন উৎসবে।
গাঁয়ের বিবি সখিনা,
স্বামী সন্তান হীন এক জীবন যোদ্ধা
মাঝ বয়সি সুঠাম দেহের যৌবনবতী,
চঞ্চলা নদীর মত চলমান সঙ্গী হীন জীবনে,
জীবিকার প্রয়োজনে,
খামার কিংবা হাটে বাজারে গতর খাটায়।
মোল্লারা বাঁকা চোখে তাকায়
আবার ফতোয়া বিলায় মাতাব্বরের
কান ভারি করে চামচার দল,
নানা কথা,
নানা অভিযোগ।
আসলে সবাই বিড়াল তপসি,
নিতে চায় আমার যৌবনের সুখ।
সবার প্রয়োজনে আমি প্রিয়জন,
ফুরালে প্রয়োজন,
আমি মাকাল ফল পরের উপকারে
দিবা নিশি ভুলে,
ছোটেছি পরার্থে নিঃস্বার্থে
প্রেম দিয়েছি বিলায়ে,
বিচার করিনি কেবা আপন কেবা পর
বুঝলাম শেষে নিজের প্রয়োজনে,
নাই কোন প্রিয়জন আছে শুধু মুখুশধারি,
সব শালা বেইমান স্বার্থপর।