আজ ১০ই ডিসেম্বর মঙ্গলবার, পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত ঘাটালের বিদ্যাসাগর স্কুল মাঠে, ২৩তম বইমেলার শুভ সূচনা এবং বর্ণাঢ্য পদযাত্রা ও জাতীয় পতাকা উত্তোলন হলো।
বইমেলার শুভ সূচনা করেন, রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, এছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া ,জেলা পরিষদের সভাপতি প্রতিভা মাইতি ,অতিরিক্ত জেলাশাসক, ঘাটালের মহকুমা শাসক সহ জেলা বইমেলা কমিটির সদস্য, তথা জেলা প্রশাসনের আধিকারিকরা। বইমেলায় থাকছে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, বই এর সম্ভার ও স্টল, এই মেলা চলবে ১৬ই ডিসেম্বর পর্যন্ত স্কুল মাঠে।।
জেলা বইমেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঘাটালে সংবাদ মাধ্যমের মুখোমুখি বাংলাদেশ প্রসঙ্গে মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া বলেন , ওটা ভারত সরকার দেখছে, আমাদের মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, পররাষ্ট্র নিজে এবং ভারত সরকারের পদক্ষেপ, বাংলা সরকারের পদক্ষেপ, আমরা এর বাইরে যাই না।
পাশাপাশি তিনি বলেন আমাদের মুখ্যমন্ত্রী গভীরভাবে উদ্বিগ্ন বাংলাদেশের ঘটনার প্রবাহ নিয়ে, এর পাশাপাশি বইপ্রেমীদের উদ্দেশ্যে বলেন, বই কিনুন ,বই পড়ুন, অন্যকে পড়ার সুযোগ করে দিন এবং মেলায় আনন্দ উপভোগ করুন। আপনাদের সহযোগিতা, আপনাদের কেনাকাটা, একটা কবি শিল্পীকে এবং পাবলিশার্সদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, এবং নতুন নতুন বই উপহার দিতে পারবেন, ছোট ছোট ছেলে মেয়েদের, কবিতা ,গল্প ও ছড়ার বই পড়ান, এই বইমেলায় থাকছে ছাড়ের সুবিধা। থাকছি খাওয়ার স্টল।