রেজুয়ান হাসান জয়,নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনা সদর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মারুফ হাসান খান অভ্রকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মারুফ হাসান অভ্রের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। তিনি গত ১ সেপ্টেম্বর নেত্রকোনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলার ১০ নম্বর আসামি।
ওই মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে তাকে ঢাকা থেকে নেত্রকোনায় নেয়া হয়েছে।
মারুফ হাসান অভ্র সদর উপজেলা পরিষদের দুইবারের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের নেতা অধ্যাপক তফসির উদ্দিন খানের ছেলে। তিনি (অভ্র) ২০২৪ সালে অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হওয়ার আগে তিনি জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তিনি ঠিকাদারি করতেন।