নেত্রকোনার কেন্দুয়ায় ‘রক্তদানে আমরা কেন্দুয়া’ সংগঠনের সদস্য সংগ্রহ ও কার্যক্রম চলছে
রেজুয়ান হাসান জয় জেলা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে রক্তদানের জন্য পরিচিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তদানে আমরা কেন্দুয়া’ নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বর্তমানে সংগঠনটির ৫৭ জন তরুণ-তরুণী স্বেচ্ছায় কাজ করছেন এবং তাদের এই মানবিক কার্যক্রমে আরও নতুন সদস্য যুক্ত হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। সংগঠনটির মূল লক্ষ্য হচ্ছে কেন্দুয়া উপজেলা সহ আশেপাশের এলাকার মানুষের রক্তের প্রয়োজন মেটানো। বিশেষ করে জরুরি মুহূর্তে গরিব রোগীদের বিনামূল্যে রক্ত দেওয়ার জন্য একটি বিশাল ডেটাবেস তৈরি করা হয়েছে। আজ কেন্দুয়ায় A+ গ্রুপের এক ব্যাগ রক্ত দান করেন প্রীতি আক্তার।
তিনি আমাদেরকে বলেন, “আমার রক্তে যদি কারো জীবন রক্ষা পায়, তাতেই আমি পরম শান্তি পাই।” তার এই মহানুভবতা আরও অনেক তরুণকে রক্তদানে অনুপ্রাণিত করবে বলে মনে করছে সংগঠনটি। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, যারা নতুন সদস্য হতে চান এবং সমাজের জন্য কিছু করতে আগ্রহী, তাদেরকে সংগঠনের সঙ্গে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হচ্ছে। আগ্রহী প্রার্থীদের শর্তাবলী বয়স ১৮+ হতে হবে। কোন প্রকার রাষ্ট্র ও সমাজবিরোধী এবং ধর্মবিরোধী কাজে জড়িত থাকা যাবে না। স্বেচ্ছায় মানুষকে সাহায্য করার মন মানসিকতা থাকতে হবে। গ্রুপের সকল প্রকার নিয়ম মেনে চলা বাধ্যতামূলক। এ ধরনের মানবিক উদ্যোগ কেন্দুয়া এবং আশেপাশের এলাকায় একটি বড় উদাহরণ হয়ে উঠছে। ‘রক্তদানে আমরা কেন্দুয়া’ এর মতো উদ্যোগ সমাজে সুস্থ ও মানবিক পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।