প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৪, ৪:৫১ অপরাহ্ণ
নেত্রকোনার কেন্দুয়ায় পিজাহাতী গ্রামে রাস্তায় পাকা করার কাজ, এলাকাবাসীর আনন্দে মুখরিত পরিবেশ
নেত্রকোনার কেন্দুয়ায় পিজাহাতী গ্রামে রাস্তায় পাকা করার কাজ, এলাকাবাসীর আনন্দে মুখরিত পরিবেশ
রেজুয়ান হাসান জয়,নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া থানার মাসকা ইউনিয়নের পিজাহাতী গ্রামে দীর্ঘদিনের অপেক্ষার পর রাস্তায় পাকা করার কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। এই উন্নয়ন কাজের নেতৃত্ব দিচ্ছেন গ্রামটিরই সন্তান, ঠিকাদার রেজাউল হাসান ভূঁইয়া সুমন। এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় স্থানীয়দের মধ্যে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। প্রায় ১.৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি ২০২৩ সালের ডিসেম্বরে নির্মাণকাজ শুরু হয়। বর্তমানে এটি সম্পন্ন হওয়ার পথে।
পাকা রাস্তাটি নির্মিত হওয়ায় শুধু পিজাহাতী নয়, আশেপাশের আরও বেশ কয়েকটি গ্রামের মানুষ এর সুফল পাবেন। স্থানীয়রা জানান, এই রাস্তার মাধ্যমে যাতায়াত সহজ হবে, বিশেষ করে বর্ষাকালে কাদামুক্ত চলাচল নিশ্চিত হবে। শিক্ষার্থী, কৃষক, এবং ব্যবসায়ীদের জন্য এটি বিশাল সুবিধা এনে দেবে। ঠিকাদার রেজাউল হাসান ভূঁইয়া সুমন বলেন, "আমি আমার গ্রামের উন্নয়নের জন্য কিছু করতে পেরে গর্বিত। এই রাস্তাটি এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, যা পূরণ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।" এলাকাবাসী জানিয়েছেন আমাদেরকে জানান, রাস্তাটি পূর্ণাঙ্গভাবে চালু হলে তাদের দৈনন্দিন জীবনযাত্রায় এক নতুন মাত্রা যুক্ত হবে। নেত্রকোনা জেলার উন্নয়নের ধারাবাহিকতায় এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.