প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৪, ৫:৫২ অপরাহ্ণ
নেত্রকোণার মোহনগঞ্জ থেকে বগুড়ার এমপি রিপু গ্রেফতার
নেত্রকোণার মোহনগঞ্জ থেকে বগুড়ার এমপি রিপু গ্রেফতার
নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোণার মোহনগঞ্জ পৌর এলাকা থেকে বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (১৮ ডিসেম্বর) রাতে রিপুকে গ্রেফতারের বিষয়টি র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বার্তায় নিশ্চিত করা হয়। র্যাব জানিয়েছে, রিপুর বিরুদ্ধে বগুড়ার বিভিন্ন থানায় হত্যাসহ বিভিন্ন অভিযোগে মোট ১৩টি মামলা রয়েছে।
র্যাব-১৪ এর সদস্যরা তাকে মোহনগঞ্জ থেকে নেত্রকোণায় নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে জয়ী হন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। চলতি বছরের শুরুতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও (৭ জানুয়ারী) নৌকা প্রতীকে জয় পেয়ে সংসদ সদস্য হন তিনি। ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পরপরই অগ্নিসংযোগ করা হয় রিপুর বাড়ি ও গাড়িতে। সেদিনের পর থেকেই তার বাড়িতে ঝুলছে তালা, পরিবারসহ তিনি ছিলেন আত্মগোপনে ।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.