রেজুয়ান হাসান জয়, নেত্রকোনা প্রতিনিধি: আজ ১০ ডিসেম্বর ২০২৪, নেত্রকোণার কেন্দুয়া পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় লাইসেন্সবিহীন মোটরবাইক আরোহীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, অনেক মোটরবাইক চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই এবং তারা সড়ক পরিবহন আইন লঙ্ঘন করছেন।
এই পরিস্থিতিতে মোবাইল কোর্টের মাধ্যমে বেশ কয়েকজন আরোহীকে জরিমানা করা হয় এবং কিছু ক্ষেত্রে মামলা দেওয়া হয়। ইউএনও ইমদাদুল হক তালুকদার জানান, “যারা সড়ক পরিবহন আইন মানছেন না, তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। জনসাধারণের নিরাপত্তা এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং সড়ক দুর্ঘটনা হ্রাসে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন।