খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার: নরসিংদীর মনোহরদীতে খিদিরপুর বাজার পরিচালনা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১১ ই নভেম্বর)রাতে বাজারের সকল ব্যবসায়ীদের উপস্থিতিতে মাঈনউদ্দীন আব্বাসী টিপু এর সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো.মোশাররফ হোসেন ফরিদ এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো.আশিকুর রহমান মানিক মাষ্টার। আলোচনা সভায় বাজারের ব্যবসায়ীরা তাদের মতামত তুলে ধরেন এবং ১৫ সদস্যের বাজার পরিচালনা কমিটি গঠনে সম্মতি জ্ঞাপন করেন। পরে সকল ব্যবসায়ীদের ঐক্যমতে কন্ঠ ভোটের মাধ্যমে খিদিরপুর বাজারের দোকান মালিক মো.আনোয়ার হোসেন ভূঁইয়া সভাপতি এবং পোল্টি ব্যবসায়ী মো.আহাদুল করিম সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
উক্ত কমিটি অনুমোদন করেন মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান।এছাড়াও সহ-সভাপতি হিসেবে মো.আনিছুর রহমান, মো.গোলাপ মিয়া মেম্বার,সহ-সাধারণ সম্পাদক হিসেবে মো.হাবীবুর রহমান আসাদ,সাংগঠনিক সম্পাদক হিসেবে আ.হাকিম,কোষাদক্ষ হিসাবে মো.রিপন মিয়া,প্রচার সম্পাদক হিসাবে নিতু বনিক এবং সম্মানিত সদস্য হিসাবে মো.সোহরাব উদ্দীন,নিমাই দে, মো.জহির মিয়া,অপু চন্দ্র,মো.ফরিদ মিয়া,মো.সোহেল মিয়া,মো.রুবেল মিয়া নির্বাচিত হন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,খিদিরপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক আকরাম হোসেন মানিক,খিদিরপুর ইউনিয়ন সাবেক সাধারণ সম্পাদক,মনোহরদী উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও নরসিংদী জেলা জিসাস এর সহ-সভাপতি খন্দকার সেলিম রেজা, মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য,আবদুর রাকিব ফারুক,খিদিরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো.আপন মিয়া, মনোহরদী উপজেলা জিসাস এর সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন পিয়াল,খিদিরপুর ইউনিয়ন যুবদলের ২ নং ওয়ার্ডের সভাপতি,মোহাম্মদ আলী ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা মিজান, আপন,মনির,পরাগসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরিশেষে নব-নির্বাচিত সভাপতি বাজারের সকল ব্যবসায়ীদের সার্বিক সহযোগিতা কামনা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।