প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৫:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৪, ৭:৫৩ অপরাহ্ণ
নতুন রূপে সেজেছে আলফাডাঙ্গার বিভিন্ন দেয়াল
নতুন রূপে সেজেছে আলফাডাঙ্গার বিভিন্ন দেয়াল
ফরিদপুরের আলফাডাঙ্গায় উপজেলার বিভিন্ন স্থানের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে আলপনা আর দৃষ্টিনন্দন ক্যালিগ্রাফিতে নানা রঙের দেয়াল লিখন। গত কয়েকদিন ধরে আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও উপজেলা ভূমি অফিসের বাউন্ডারির দেওয়াল গুলোয় নানা চিত্র আঁকতে দেখা যায়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্যাগ, আত্মহুতি ও সফলতার স্মরণীয় করে রাখতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীররা দেয়ালে আঁকছেন এসব চিত্রকর্ম। অপরিচ্ছন্ন দেয়াল পরিস্কার করে রং তুলির আঁচড়ে বাংলাদেশের মানচিত্র, পতাকা, আরবি ক্যলিওগ্রাফি, প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেমের বার্তা লিখেছেন।
আলফাডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধান সমন্বয়ক এস,এম, হাফিজুর রহমান বলেন,আমাদের তত্ত্বাবধানে সকলের একনিষ্ঠ প্রচেষ্টায় আলফাডাঙ্গা দেয়াল লিখার কাজ চলমান থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন রইচউদ্দিন,জাবেদ হোসেন, ইউসুফ, নাঈম, রজিন,মনিরুল ইসলাম, মেহেদি, হাসান,তালহা,মাসুমা, ফাহিমা,মাসুমা,মারজিয়া, নাসিম, রাফি প্রমুখ।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.