বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ত্যাগ, আত্মহুতি ও সফলতার স্মরণীয় করে রাখতে স্কুল-কলেজের ছাত্রছাত্রীররা দেয়ালে আঁকছেন এসব চিত্রকর্ম। অপরিচ্ছন্ন দেয়াল পরিস্কার করে রং তুলির আঁচড়ে বাংলাদেশের মানচিত্র, পতাকা, আরবি ক্যলিওগ্রাফি, প্রতিবাদ, সাম্য, ভ্রাতৃত্ব ও দেশপ্রেমের বার্তা লিখেছেন।
আলফাডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্রধান সমন্বয়ক এস,এম, হাফিজুর রহমান বলেন,আমাদের তত্ত্বাবধানে সকলের একনিষ্ঠ প্রচেষ্টায় আলফাডাঙ্গা দেয়াল লিখার কাজ চলমান থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন রইচউদ্দিন,জাবেদ হোসেন, ইউসুফ, নাঈম, রজিন,মনিরুল ইসলাম, মেহেদি, হাসান,তালহা,মাসুমা, ফাহিমা,মাসুমা,মারজিয়া, নাসিম, রাফি প্রমুখ।