ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কলেজের দুই শিক্ষার্থীর। ২২ সেপ্টেম্বর রবিবার আনুমানিক সকাল ৯ টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিণকান্দী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়।
নিহতরা হলেন, নড়াইলের কালিয়া থানার ফুলদার গ্রামের মো: রবিউল শেখের ছেলে তিতাস (১৮) ও তাঁর সহপাঠী একই থানার রঘুনাথপুর গ্রামের ইজাজুল ইসলাম উৎস (১৯)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী জানায়, দুই শিক্ষার্থীই নড়াইল সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো। তারা ফাইনাল পরিক্ষা শেষে ৪ টি মোটরসাইকেল যোগে ৮ জন বন্ধুরা একত্রে কুয়াকাটায় ঘুরতে গিয়েছিলেন। সেখান থেকে আজকে সকালে বাড়িতে ফিরছিলেন সবাই। পথিমধ্যে অন্যান্য বন্ধুদের সঙ্গে নিহতদের মোটরসাইকেলটি ঘটনাস্থলে পৌছালে নিয়ন্ত্রণ হারায়। এতে ঘটনাস্থলে একজন ও পরে ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি আবু সাঈদ আনাম জানান, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহতদের সহপাঠীরা জানায়, তারা কয়েকজন অন্য বাইকে পেছনে ছিলেন। পথেমধ্যে সড়ক দুর্ঘটনায় দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হলো। দুই বন্ধুর এমন মৃত্যুতে আমরা দিশেহারা।