মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দার অন্যতম রক্তদাতা স্বেচ্ছাসেবী সংগঠন নগরকান্দা ব্লাড ডোনার্স ক্লাবের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দিনব্যাপী উপজেলার সরকারি মহেন্দ্র নারায়ন একাডেমিতে ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে নগরকান্দা ব্লাড ডোনার্স ক্লাব নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ক্যাম্পেইনে দেশের দূর দুরান্ত থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকগণ সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন। এতে সন্তোষ প্রকাশ করেছে উপকার ভোগীরা।
এছাড়াও ফ্রি চিকিৎসার পাশাপাশি ৪০ শতাংশ ছাড়ে আগত রোগীদের সেবা দিতে ব্লাড ডোনার্স ক্লাবের পাশে দাঁড়িয়েছে নগরকান্দার বেশ কয়েকটি প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃপক্ষ।
উল্লেখ্য নগরকান্দা ব্লাড ডোনার্স ক্লাব বিনামূল্যে রক্ত দানের মাধ্যমে আত্মপ্রকাশ করলেও পরবর্তীতে তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে বেশ সুনাম অর্জন করেছে বলে জানিয়েছে সংগঠনটির কলাকৌশলীরা।