নগরকান্দায় বাড়ির জমি নিয়ে চাচা ভাতিজার দ্বন্দ্ব -ঘর নির্মাণে বাধা
মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ধুতরাহাটি গ্রামে বাড়ির জায়গা নিয়ে চাচা ভাতিজার দ্বন্দ্বে ঘর নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ১০৫ নং ধুতরাহাটি মৌজার ৫৪ নং খতিয়ানের দাগ নং -৩৩৮,৩৩৯ মোট ৫০ শতাংশ জমির অর্ধেক ২৫ শতাংশ জমির মালিক আবজাল মোল্লা পিতা- মৃত্যু আদম মোল্লা। বাকি ২৫ শতাংশ জমির পৈতৃক সুত্রে মালিক আবজাল মোল্লার ভাই মৃত ছত্তার মোল্লা। বাড়ির সীমানা নির্ধারণ করে পশ্চিম পাশে ভোগ দখলে আছেন আবজাল মোল্লা ও পূর্বপাশে ভোগ দখলে আছেন মৃত ছত্তার মোল্লার ছেলে মোঃ তোরাপ মোল্লা। আবজাল মোল্লা প্রায় ৫০ বছর ধরে বাড়িঘর করে ভোগ দখলে আছেন। তাদের ভোগদখল কৃত বাড়ির জায়গায় ঘর নির্মাণ কাজ শুরু করেন। তোরাপ মোল্লা তার লোকজন নিয়ে ঘর নির্মাণ কজে বাধাঁ দেয়া সহ সে থানায় একটি অভিযোগ করেন। শান্তি শৃঙ্খলার রক্ষার্থে থানা পুলিশ নোটিশ প্রদান করে।
যে কারণে নির্মাণ কাজ বন্ধ থাকায় ঘর নির্মান কাজের সামগ্রী নষ্ট হচ্ছে। আবজাল মোল্লা বলেন,আমাদের পৈতৃক জমি দুই ভাই ভোগদখলে আছি। আমার ভাই ছত্তার মোল্লা পূর্ব পাশে বসবাস করছেন আমি পশ্চিম পাশে ভোগ দখলে আছি।৫০ বছর ধরে বাড়িঘর করে বসবাস করছি।আমার ভোগদখলের জায়গায় ঘর নির্মাণ করছি। আমার ভাতিজা তোরাপ মোল্লা তার লোকজন নিয়ে এসে আমাদের মারপিট করার হুমকি প্রদান করা সহ থানায় অভিযোগ করে কাজ বন্ধ করে দিয়েছে। ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার বিষয় মোঃ তোরাপ মোল্লা বলেন,আমাগো পৈতৃক সম্পত্তি মোট ৫০ শতাংশ জমি। চাচা আবজাল মোল্লা রাস্তার পাশে ভোগদখলে থাকায় বাড়ি থেকে বের হওয়ার আমাদের কোন পথ নেই।এছাড়া এখন নকশায় পশ্চিম ও পূর্ব দিকে লম্বা করে দুটি প্লট করে নকশাবন্দি হয়েছে। যেহেতু ইজমাইলী সম্পত্তি বসবাসের সুবিধার্থে চাচা আবজাল মোল্লা উত্তর পাশে এবং আমরা দক্ষিণ পাশে বসবাস করলে কার ঐ কোন অসুবিধা হয়না।যে কারণে আমি ঘর নির্মাণ করতে থানায় অভিযোগ করেছি।