ফরিদপুরের নগরকান্দায় বজ্রপাতে আবুবকর খান (৫৮) নামে এক ব্যক্তি মারা গেছেন।জানাযায় নিহত আবুবকর উপজেলার জুঙ্গুরদী গ্রামের মৃত বাবু খান এর ছেলে।
৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে বাড়ির পাশে ফসলি মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মারা যায়।সকাল গড়িয়ে বিকাল হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খুঁজতে বের হয়ে নুরইসলামের জমিতে পানির নিচে আবুবকর এর লাশ খুঁজে পায়।
নিহতের ভাই গফ্ফার খান বলেন গরুর জন্য ঘাস আনতে ডোঙ্গা নিয়ে চকে যায় সে সময় বৃষ্টির মধ্যে বজ্রপাত (ঠাটা) পড়ে।বজ্রপাতে আমার ভাই মারা যায়।জানাজা শেষে পারিবারিক ভাবে গ্রামের কবর স্হানে নিহতের দাফন সম্পুর্ন করেন।