মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় নানা বাড়ি বেড়াতে এসে আরাফাত নামে দেড় বছর বয়সের এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার কোদালিয়া-শহীদনগর ইউনিয়নের আটকাহইনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আরাফাত নগরকান্দা পৌরসভার জগদিয়া বালিয়া গ্রামের প্রবাসী কামাল শেখের একমাত্র ছেলে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আরাফাতের নানা হেমায়েত মোল্যা বলেন, সকালে পরিবারের সবাই পারিবারিক কাজে ব্যস্ত ছিল। এ সময় নাতী আরাফাত বাড়ির ওঠানে খেলছিল। কিছুক্ষণ পর আরাফাতকে ওঠানে দেখতে না দেখে, তার মা ও নানিসহ বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশে পুকুরের পানিতে আরাফাতকে ভাসতে দেখেন তারা।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারনা করা হচ্ছে, আরাফাত খেলতে খেলতে পুকুরের পানিতে গিয়ে পড়ে যায়।
এদিকে একমাত্র শিশু ছেলেকে হারিয়ে পাগলের মতো হয়ে গেছেন মা। খবর পেয়ে বাবাও ছেলের শোকে কাতর হয়ে রয়েছেন বলে জানা গেছে।