ফরিদপুরের নগরকান্দা উপজেলা তালমা ইউনিয়নের রসুলপুর বাজারে তিনটি দোকানে বিএনপি নেতা তালা ঝুলিয়ে আটকিয়ে দেওয়ায় থানায় অভিযোগ করেন দোকান মালিক ও ভাড়াটিয়া।
গত ৫ সেপ্টেম্বর বিকাল ৪ টায় উপজেলা বিএনপি'র কৃষি বিষয়ক সম্পাদক ও সহ- সভাপতি তালমা ইউনিয়ন বিএনপি মোঃ খায়রুজ্জামান তার দলবল নিয়ে তিনটি দোকানঘরে তালা ঝুলিয়ে আটকিয়ে রাখে।
এই ঘটনায় ভুক্তভোগী দোকান ( হোল্ডিং নাম্বার- ১২৩) ভাড়াটিয়া রঞ্জিত বিশ্বাস, পিতা- যোগেশ বিশ্বাস গ্রাম- জয়পুর।দোকান মালিক( হোল্ডিং -১২২) মোশারফ হোসেন মাতুব্বর পিতা- আব্দুস সোবাহান মাতুব্বর গ্রাম - বিবিরকান্দি। দোকান (হোল্ডিং নং- ১২১) মালিক মোহাম্মদ আব্দুল হারিম মিয়া পিতা- মোঃ শেখ ইসমাইল গ্রাম - বিলনালিয়া থানা - নগরকান্দা ০৩/০৯/২০২৪ তারিখে থানায় জিডি করেন। জিডি নং ১২৩, ১৩/০৯/২০২৪ তারিখে জিডি নং ৫৪৪, ১১/০৯/২০২৪ জিডি নং ৪৭৫।
ক্ষমতার বলে দোকানে তালা ঝুলিয়ে বন্ধ রাখায় বিপাকে পড়েন দোকানদার গন।
দোকান মালিক ও ভাড়াটিয়ারা বলেন সরকারি জায়গা ডিসিআার নিয়ে দোকানঘর করে ব্যবসা করে আসছি। বিএনপি নেতা ক্ষ্যাত তালমা ইউনিয়ন এর উপজেলার গহেরপুর গ্রামের মরহুম মকবুল হোসেন এর ছেলে খায়রুজ্জামান আমাদের দোকানে জোরপূর্বক ভাবে তালা ঝুলিয়ে বন্ধ রাখায় দোকানে রাখা মালামাল গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া আমাদের জীবন নাশের হুমকি দিচ্ছে। যে কারনে আমরা থানায় জিডি করেছি।
দোকান ঘর দখলের বিষয় খায়রুজ্জামান বলেন, আমার বাবার জায়গা বাজার কমিটি দিয়েছে আমার ঘরে আমি তালা মারছি।এছাড়া দোকান ঘরের বিষয় কাগজপত্র দেখাতে বল্লে তিনি কোন কাগজপত্র দেখাতে পারেনি।