মিজানুর রহমান নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে " দক্ষ যুব গড়বে দেশ,বৈষম্যহীন বাংলাদেশ " এই স্লোগান কে প্রাধান্য দিয়ে ১ নভেম্বর জাতীয় যুব দিবস -২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো: হাবিবুল আলম এর সঞ্চলনায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাসুম বিল্লাহ্ এর সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ সেলিম খান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবয় কর্মকর্তা মোঃ আবুল হাসেম, ফায়ারসার্ভিস স্টেশন কর্মকর্তা শরীফুল ইসলাম, পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ সালাম সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর যুব উন্নয়নের প্রশিক্ষণ প্রাপ্ত যুব সদস্য ও সুবিধা ভোগীরা খামারিরা।
অনুষ্ঠানের শুরুতেই ধারাবাহিক ভাবে সকাল ১০ টায় যুব র্যালী শেষে আলোচনা সভা,শপথ পাঠ,যুব ঋণ চেক, সনদপত্র ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়েছে। সেই সাথে ফ্রেন্ডস ব্লাড ডোনার্স ক্লাব এর পক্ষ থেকে ফ্রীতে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম পরিচালনা করেন।