মকবুল হোসেন ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের ধোবাউড়া থানা পরিদর্শন করেন অতিরিক্ত ডিআইজি সৈয়দ আবু সায়েম বিপিএম। মঙ্গলবার দুপুরে ধোবাউড়া থানায় প্রবেশ করলে অফিসার ইনচার্জ আল মামুন সরকারের নেতৃত্বে গার্ড অফ অনারের মাধ্যমে স্বাগত জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানায় ধোবাউড়া থানা পুলিশ।
পরে উপজেলার গামারীতলা ও দক্ষিণমাইজপাড়া বিট পুলিশিং কার্যক্রম পরিদর্শন এবং কলসিন্দুরের ক্ষুধে নারী ফুটবলের সাথে সৌজন্য সাক্ষাত করে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় সাথে ছিলেন এএসপি হালুয়াঘাট সার্কেল সাগর সরকার, ধোবাউড়া থানার অফিয়ার ইনচার্জ আল মামুন সরকার, হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ আবুল খায়ের প্রমুখ।