ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহের উপজেলা ধোবাউড়ায় ৭১টি ভারতীয় মদের বোতলসহ ৩ জনকে আটক করা হয়। ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ আল মামুন সরকার নির্দেশে এস আই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স এ এস আই রকিব রায়হান বৃহস্পতিবার রাত ১১ টায় উপজেলার পঞ্চনন্দপুর এলাকা বিশেষ অভিযান চালিয়ে ঢাকাগামী একটি মাইক্রো তল্লাশি করে ৭১ বোতল ভারতীয় মদসহ ৩ জন আটক করা হয়।
আটক কৃতরা হলঃদক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের উত্তর রানীপুর গ্রামের আমিনুল ইসলাম, পোড়াকান্দীয়া ইউনিয়নের বতিহালা গ্রামের আল আমিন ও দুধনই গ্রামের আব্দুল হেলিম। জব্দ করা হয়েছে মাইক্রোবাস। অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স। অভিযান অব্যাহত থাকবে।উদ্ধারকৃত মদ সহ আটক৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।