প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৩:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৪:০৫ অপরাহ্ণ
ধনবাড়ী উপজেলার নব নিযুক্ত নির্বাহী অফিসারের সাথে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
ধনবাড়ী উপজেলার নব নিযুক্ত নির্বাহী অফিসারের সাথে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন: ধনবাড়ী উপজেলার নব নিযুক্ত নির্বাহী অফিসার মো: আবু সাইদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার নব নিযুক্ত নির্বাহী অফিসার মো: আবু সাঈদ এর সাথে ১৮ নভেম্বর সোমবার সকালে সৌজন্য সাক্ষাৎ করেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) , যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম রাফি,সাংগঠনিক সম্পাদক মো: রনি, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, শিক্ষা ও সাহিত্য সম্পাদক রুবেল আহমেদ তথ্যপ্রযুক্তি সম্পাদক সাইফুল ইসলাম ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: দেলোয়ার হোসেন এবং দপ্তর সম্পাদক মো: আব্দুল আজিজ এ সময় উপস্থিত ছিলেন ।
ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ নব নিযুক্ত ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো: আবু সাঈদ কে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান । এসময় নির্বাহী অফিসার আবু সাঈদ বলেন,' সাংবাদিক হচ্ছেন সমাজের দর্পণ, সমাজের সুবিধা অসুবিধা সব কিছুই একজন প্রকৃত সাংবাদিকের প্রতিবেদনের মাধ্যমে জানা যায় এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা যায়। মুলত জনগণই হচ্ছেন দেশের মালিক, প্রশাসন এবং সাংবাদিকরা জনগণের সেবক হিসেবে কাজ করে যাচ্ছে । প্রশাসনের সাথে সাংবাদিকদের গঠন মূলক সম্পর্ক বজায় থাকলে জনগণের সর্বোচ্চ সেবা প্রাপ্তি নিশ্চিত হবে ' । আলোচনার এক পর্যায়ে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) বলেন, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা সব সময় সঠিক এবং নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে । সমাজের সঠিক চিত্র তুলে এনে জনগণের উপকার সাধনে প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করে চলছে । সমাজের যে কোন সমস্যা সুন্দর ভাবে পরিবেশনের মাধ্যমে আমাদের সাংবাদিক ভাইয়েরা জনগণের পাশে আছে । অপসাংবাদিকতার বিরুদ্ধে সব সময় ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাংবাদিকরা সোচ্চার '।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.