স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন: আসামি: শিমুল(১৯) পিতা আমান আলী সাং সান্ডালপুর ভিকটিম : কন্যা শিশু (০৬) সাং সান্ডালপুর গত ১২/১১/২০২৪ ইং বিকাল ৫:১৫ ভিকটিমের বসত ঘরে,মা পাশের বাড়ি চাউল আনার জন্য গেলে চিপসের লোভ দেখিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে।
সম্পর্কে আপন চাচা ভাতিজা। ধর্ষণ মামলাটি ০৪/১২/২০২৪ ইং রাত ০৮:২৫ এ রেকর্ড হওয়ার ১ ঘন্টার মধ্যেই ভাইঘাট এলাকা থেকে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে ধনবাড়ী থানার অভিজানিক টিম এই আসামি গ্রেফতার করে। ভিকটিমের মা বাদি হয়ে মামলা দায়ের করেন নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(১) মামলা নং ০৪ তারিখ ০৪/১২/২০২৪ ইং । আসামিকে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।