প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৭:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৪, ৭:১২ অপরাহ্ণ
ধনবাড়ীতে মারকাজ মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসা ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন
ধনবাড়ীতে মারকাজ মসজিদ কমপ্লেক্সের মাদ্রাসা ভাঙ্গার প্রতিবাদে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন: টাঙ্গাইলের ধনবাড়ীর মারকাজ মসজিদ কমপ্লেক্সে আজ ১০ নভেম্বর রবিবার দুপুর ২টা ৪৫ মিনিটে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মাওলানা রোকনুজ্জামান এর সঞ্চালনায় সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মুফতি রফিক আহমেদ । সভাপতি মুফতি রফিক আহমেদ সংবাদ সম্মেলনে বলেন,' ধনবাড়ীতে গত ১০/১১/২০২৪ ইং রাত আনুমানিক ১.৪৫ মিনিটে সা'দ পন্থীদের নেতৃত্বে এবং সহযোগীতায় টাঙ্গাইলের ইজতিমা হতে ৬০ থেকে ৭০ জনের একটি সন্ত্রাসী দল দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে ধনবাড়ী মারকাজ মসজিদ কমপ্লেক্স মাদ্রাসায় আক্রমণ করে ৪০ হাত বিশিষ্ট একটি টিনশেড ঘর সম্পূর্ণ রূপে বিধ্বস্ত করে এবং মারকাজ মসজিদের ঘুমন্ত মুসুল্লিগন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদেরকে গুলি করে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় ।
তিনি আরও বলেন,' তাদের এহেন কর্মকান্ডে আমরা সকলে তীব্র নিন্দা জানাই, সেই সাথে আমরা জোর দাবী জানাচ্ছি যে, ১. ধনবাড়ী উপজেলায় সা'দ পন্থীদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে। ২.নল্যা বাজারে মাদ্রাসার নামে এইসব মুখোশধারী আলেম ও মাদ্রাসা বিদ্বেষীদের প্রতিষ্ঠান "মাদিনাতুল উলুম মাদ্রাসা" নামক আস্তানা বন্ধ করতে হবে । ৩. এখন থেকে ধনবাড়ী মারকাজ মসজিদ কমপ্লেক্সের সকল কার্যক্রম নিঃশর্তভাবে ওলামায়ে কেরামের তত্বাবধানে তাবলীগ জামাতের সাথীদের পরামর্শে চলবে। ৪. ধনবাড়ী উপজেলায় কোন মসজিদে তাবলীগের নামে সন্ত্রাসী সা'দ পন্থীদের কোন কার্যক্রম চলবে না । ৫. অনতি বিলম্বে তাদের এই ন্যাক্কারজনক হামলার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে । ৬. আলেমদের বিরুদ্ধে দায়েরকৃত সকল প্রকার মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সংবাদ সম্মেলন চলাকালে উপস্থিত ছিলেন মাওলানা আঃ সামাদ, হাফেজ আশরাফ, মুফতি নাজমুল (দারুল উলুম ধনবাড়ী মাদ্রাসা), মোহাম্মদ সাখাওয়াত হোসেন, ক্বারী আব্দুল ওয়াজেদ, মাওলানা আবু বক্কর, মাওলানা আজিজুল রহমান, মুফতি নাজমুল ( চালাষ মাদ্রাসা), প্রফেসর আজাদ, নজরুল মেলেটারি , ডাক্তার আহমদ হাজী সহ অনেক আলেম ওলামা বৃন্দ । মুফতি রফিক আহমেদ সংবাদ সম্মেলনে আরও জানান এই হামলার বিষয়ে ধনবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে । ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ এর নিকট জানতে চাওয়া হলে তিনি জানান এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে' ।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.