স্টাফ রিপোর্টার মো:দেলোয়ার হোসেন: বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ধনবাড়ী টাঙ্গাইল কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য র্্যালি ধনবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত এই র্্যালি সম্পন্ন হওয়ার সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এস এম ফারুক ইমাম, ধনবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার ইসমাইল হোসেন, ধনবাড়ী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: মজনুর রহমান, ধনবাড়ী উপজেলা আইসিটি অফিসার মো: নাঈম খান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মাহমুদা খাতুন, ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: বাবুল হাসান, ধনবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুল আলম, ধনবাড়ী মডেল উপজেলা প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) , প্রচার সম্পাদক মো: দেলোয়ার হোসেন সহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
উল্লেখ্য আগামী ১৫ নভেম্বর বিশ্ব হাত ধোয়া দিবস এবং চলতি অক্টোবর মাস স্যানিটেশন মাস হিসেবে গণ্য হয়ে আসছে । ধনবাড়ী উপজেলা জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী এস এম ফারুক ইমাম এবং ধনবাড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আশরাফুল আলম র্্যালি পরবর্তীতে শিক্ষার্থীদের সাবান পানি এবং টিস্যু দিয়ে হাত ধোয়ার নিয়ম-কানুন শিখিয়ে দেন ।