ধনবাড়ীতে প্রি-ক্যাডেট বৃত্তি প্রকল্প ২০২৪ খ্রি. এর পরীক্ষা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার মো: দেলোয়ার হোসন: টাঙ্গাইলের ধনবাড়ীতে প্রি-ক্যাডেট বৃত্তি প্রকল্প ২০২৪ খ্রি. এর পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ধনবাড়ী প্রি-ক্যাডেট বৃত্তি প্রকল্পের সভাপতি. এম ওবায়দুল্লাহ এবং সাধারণ সম্পাদক মো.আবু মুসা । ধনবাড়ী প্রি-ক্যাডেট বৃত্তি প্রকল্পের২০২৪ এর বৃত্তি পরীক্ষা গতকাল ( ২২ নভেম্বর ) সকাল ১০:৩০ মিনিটে ধনবাড়ী প্রি-ক্যাডেট ইনস্টিটিউট স্কুলে অনুষ্ঠিত হয়। এবছর ৪৩৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ধনবাড়ী প্রি-ক্যাডেট বৃত্তি প্রকল্পের অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী অংশ নেয়। তৃতীয় শ্রেণীর ১৪০ জন ,চতুর্থ শ্রেনীর ১৩৬ জন ,পঞ্চম শ্রেণীর ১৬২ জন মোট ৪৩৮ জন শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন মো.ইউসুফ সহকারী পরিচালক ধনবাড়ী প্রি-ক্যাডেট ইনস্টিটিউট ।
প্রতিষ্ঠাতা পরিচালক ধনবাড়ী প্রি-ক্যাডেট ইনস্টিটিউট ও ধনবাড়ী প্রি-ক্যাডেট বৃত্তি প্রকল্পের সভাপতি মো.এম ওবায়দুল্লাহ জানান,’ ধনবাড়ী প্রি-ক্যাডেট বৃত্তি প্রকল্পের পরীক্ষা সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ।ধনবাড়ী প্রি-ক্যাডেট বৃত্তি প্রকল্পের সুশৃঙ্খল ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। ধনবাড়ী প্রি-ক্যাডেট বৃত্তি প্রকল্পের পরীক্ষার কেন্দ্রে যাবতীয় নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিল ‘। এদিকে অবিভাবকদের সাথে কথা বলে জানা যায়, এমন মেধা বৃত্তি পরীক্ষার মাধ্যমে আমাদের ছেলে মেয়েদের পড়ালেখার প্রতি আরো আগ্রহ বারবে। এই ধরনের প্রতিযোগিতামূলক বৃত্তি পরীক্ষা মেধার বিকাশ ঘটবে। বৃত্তি পরীক্ষা চলাকালীন সময়ে ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান), সাংগঠনিক সম্পাদক মো: রনি এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন ।