প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:২২ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২, ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ণ
ধনবাড়ীতে আব্দুস সালাম পিন্টুর মুক্তির রায়ে আনন্দ মিছিল
ধনবাড়ীতে আব্দুস সালাম পিন্টুর মুক্তির রায়ে আনন্দ মিছিল
স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন: টাঙ্গাইলের ধনবাড়ীতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলীর সৌজন্যে জননেতা এ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টুর মুক্তির রায়ে আনন্দ মিছিল হয়েছে ১লা ডিসেম্বর রবিবার বিকেলে। কেন্দুয়া রোডের চালাষ চৌরাস্তার পশ্চিমে এ্যাডভোকেট মোহাম্মদ আলীর রাজনৈতিক অফিস থেকে এই মিছিলে শত শত নেতাকর্মী অংশগ্রহণ করেন ।
এ্যাডভোকেট মোহাম্মদ আলীর সৌজন্যে এই আনন্দ মিছিলের নেতৃত্ব দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক রেজাউল হক, সাবেক সহ-সভাপতি অধ্যাপক আব্দুল আজিজ, সাবেক সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন, খলিলুর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন, ধনবাড়ী উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজু, সাবেক সাধারণ সম্পাদক রনজু, বিএনপির নেতা পিন্টু সহ অসংখ্য নেতাকর্মী। শত শত মানুষের অংশগ্রহণে আনন্দ মিছিলটি কেন্দুয়া রোড চালাষ চৌরাস্তা হতে শুরু হয়ে ধনবাড়ী বাসস্ট্যান্ড হয়ে ঢাকা -জামালপুর মহাসড়ক দিয়ে কলেজ রোড হয়ে বাজার রোড দিয়ে বাজার প্রদক্ষিণ করে পুনরায় চৌরাস্তায় এসে শেষ হয়। আনন্দ মিছিল শেষে উপস্থিত জনতার মাঝে মিষ্টি বিতরণ করা হয় ।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.