স্টাফ রিপোর্টার : ঢাকা, ২৪ নভেম্বর দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসনের পক্ষে অবস্থান নেওয়ায় বিচারের দাবিতে কাওরান বাজারে আয়োজিত অবস্থান ধর্মঘট আজ সন্ধ্যায় পুলিশের অ্যাকশনে ছত্রভঙ্গ হয়ে যায়।
দিল্লি না ঢাকা? ঢাকা, ঢাকা। স্লোগানে এলাকা মুখরিত করে আন্দোলনকারীরা। তারা বলেন প্রথম আলো ও ডেইলি স্টারকে জাতির সামনে ভারতীয় আগ্রাসনের পক্ষে অবস্থা নেওয়ার জন্য ক্ষমা চাইতে হবে ও তওবা করতে হবে। অন্যথায়, প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা বন্ধ করার আন্দোলনের ডাক দেবেন তারা।
সন্ধ্যার পরে কাওরান বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশ অবস্থান নেয়। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ একাধিক সাউন্ড গ্রেনেড এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
এ ঘটনায় কাওরান বাজার এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা প্রথম আলো ও ডেইলি স্টারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং গণমাধ্যমের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। পুলিশ এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
বিস্তারিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।