শেখ ফারুক হোসেন সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরা,দেবহাটা থানায় নবাগত (তদন্ত) ওসি নুর মোহাম্মাদ’র সাথে সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছে দেবহাটা রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ। ২ নভেম্বর শনিবার বেলা ১২ ঘটিকায় দেবহাটা থানায় যেয়ে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় উপস্থিত ছিলেন দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক সাতক্ষীরা সকাল পত্রিকার দেবহাটা ব্যুরো চীফ ডা: অহিদুজ্জামান, সিনিয়ার সহ-সভাপতি দৈনিক পত্রদূত পত্রিকার দেবহাটা প্রতিনিধি আক্তার হোসেন ডাবলু, সাধারণ সম্পাদক জাতীয় দৈনিক আজকের সংবাদ ও গ্রামের কাগজের দেবহাটা প্রতিনিধি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক দৈনিক দেশ সংযোগ ,জেলা প্রতিনিধি ও দৈনিক যুগের বার্তা প্রতিনিধি আমিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দৈনিক ফুলতলা পত্রিকার দেবহাটা প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন ও কোষাধ্যক্ষ জাতীয় দৈনিক গণমুক্তি পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক পত্রদূত পত্রিকার কুলিয়া প্রতিনিধি আবীর হোসেন লিয়ন প্রমুখ । এসময় নবাগত ওসি নুর মোহাম্মদ সত্য বস্তুনিষ্ঠ সংবাদ লেখার আহবান করেন, সাথে সাথে বাল্য বিবাহ, দুর্নীতি, চোরাকারবারী ও মাদক মুক্ত রাখতে সংবাদ কর্মীদের সহযোগীতা কামনা করেন।