নেত্রকোণায় দুর্গাপুরে সোমেশ্বরী নদীর পানি আগের থেকে অনেক তীব্র গতিতে বেড়ে যাচ্ছে। জেলার উব্ধাখালি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে। কংস নদের পানি বিপৎসীমা অতিক্রম করার শঙ্কা জাগিয়েছে। এতে করে নদী তীরবর্তী নিম্নাঞ্জল প্লাবিত হওয়ার উপক্রম হয়েছে।
এলাকাবাসী বলছে, উজানের ঢলের পানি আর গতকাল বৃহস্পতিবারের বৃষ্টির পানির ধারা এরই মধ্যে কোনো কোনো এলাকায় নদীর পানি উপচে আর পাহাড়ি ঢলে গ্রামে পানি ঢুকে পড়েছে।
ভারতের মেঘালয় রাজ্যে সীমান্ত এলাকা গারো পাহাড়ি অঞ্চল দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের খুজিগড়া গ্রামের ভেতর দিয়ে ছোট পাহাড়ি নদী ডাব্রাস ও নেত্রী বয়ে গেছে। উজানের ঢলের পানি আর বৃষ্টিতে গতকাল বৃহস্পতিবার রাতে নদী দুইটি উপচে পানি খুজিগড়া ও বগাউড়া গ্রামে ঢুকে পড়ে। এতে করে সেখানের অনেক বাড়িতেও পানি ঢুকেছে।
এবং এলাকার ৩২ শতাংশ ফসলি জমি বালিতে ঢাকা পড়ে গেছে।’
উপজেলা নির্বাহী অফিসারের সাথে ফোনে কথা হলে
তিনি বলেন চলমান ভারী বষর্ণে কিছু কিছু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে জান, মাল ও সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ কমানো ও দুর্যোগের পূর্ব প্রস্তুতি হিসেবে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণের জন্য জনসাধারণকে অনুরোধ করা হলো। একই সাথে প্রয়োজন হলে নিকটবর্তী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসাসমূহে আশ্রয়ণ কেন্দ্র হিসেবে ব্যবহার করা নির্দেশ দেন ।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাই বলেন নেত্রকোনা জেলার উব্ধাখালি নদীর পানি বিপৎসীমা ছুঁই ছুঁই করছে।
ঝুঁকি তো আছে খালিয়াজুরী, পুর্বধলা, মোহনগঞ্জসহ বেশ কয়েকটি এলাকা ।