প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৪, ৮:৫৪ অপরাহ্ণ
ঢাকা সাভার এখনো নির্যাতিত হতে হলে সেটা শহীদ ও আহতদের সঙ্গে বেইমানি
ঢাকা সাভার এখনো নির্যাতিত হতে হলে সেটা শহীদ ও আহতদের সঙ্গে বেইমানি
রাজ স্টাফ রিপোর্টার ঢাকা : ঢাকা সাভার ফ্যাসিবাদের দোসরের বিরুদ্ধে কথা বলায় এখনো নির্যাতিত হতে হলে এটা শহীদ ও আহতদের সঙ্গে বেইমানি বলে মনে করেন জাতীয় নাগরিক কমিটির নেতারা। জুলাইয়ে ছাত্র জনতার বিরুদ্ধে হামলার 'প্রত্যক্ষ নির্দেশদাতা' ‘এসিল্যান্ড রাসেল নুরের অপসারণের দাবিতে আন্দোলন করায়, জাতীয় নাগরিক কমিটি, সাভার থানার প্রতিনিধি জুলকারনাইনকে মধ্যরাতে আওয়ামী স্টাইলে তুলে নেওয়া ও প্রতিনিধি সেজুতি হোসাইনের বাসায় গিয়ে হয়রানি করার প্রতিবাদে’ এক বিক্ষোভ মিছিলে তারা এই মন্তব্য করেন।
শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় সাভার ইয়ামিন চত্বরে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সাভারের নাগরিক প্রতিনিধিরা এ রকম হয়রানি ও নির্যাতনের জন্য ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ফয়সাল মাহমুদ শান্ত, শেখ তানসিম আফরোজ ইমি, সাদিয়া ফারজানা দিনা, সাইফুল্লাহ হায়দার, আরিফুল ইসলাম আদিব ও আতাউল্লাহ। অনুষ্ঠানে ফয়সাল মাহমুদ শান্ত বলেন, ‘এই মাটিতে ইয়ামিনের রক্তের দাগ এখনো মুছে যায়নি, সেই মাটিতে ফ্যাসিবাদের দোসরের বিরুদ্ধে কথা বলায় যদি এখনো নির্যাতিত হতে হয় এটা শহীদ আহতদের সাথে বেইমানি।’ শেখ ইমি বলেন, ‘আওয়ামী মদদপুষ্ট প্রশাসনে এখনো যারা আছে তারা যেন বাধ্য না করে আমাদের আমাদের আবার রাস্তায় আসতে।’ মশাল মিছিলটি ইয়ামিন চত্বর থেকে শুরু হয়ে সাভার সিটি সেন্টারের সামনে গিয়ে শেষ হয়।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.