প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১২:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ৮:২২ অপরাহ্ণ
ঢাকা সাভার আশুলিয়া ৪০ লিটার চোলাই মদ জব্দসহ আটক ১ জন
ঢাকা সাভার আশুলিয়া ৪০ লিটার চোলাই মদ জব্দসহ আটক ১ জন
রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার সাভার ঢাকাঃ ঢাকা সাভারের আশুলিয়ায় দেশীয় চোলাই মদসহ মোঃ সোহেল (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার নিকট থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে আশুলিয়ার দক্ষিণ কুটুরিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মোঃ সোহেল (৩৫) শেরপুর জেলার সদর থানার তারাগঞ্জ এলাকার আব্দুল মোতালেবের ছেলে।
সে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়। পুলিশ জানায়, আশুলিয়ার কুটুরিয়া এলাকায় কতিপয় মাদক কারবারি দেশীয় চোলাই মদ বিক্রি করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। পরে তার হেফাজত থেকে ৪০ লিটার চোলাই মদ জব্দ করা হয়। আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ জালাল বলেন, আটককৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে তাকে আদালতে পাঠানো হবে।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.