প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৮:২০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৪, ৩:৩০ অপরাহ্ণ
ঢাকা সাভার আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
ঢাকা সাভার আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা : ঢাকা সাভার আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলার আলোচিত আসামি ও আওয়ামী লীগ নেতা রুস্তম আলীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র হত্যাসহ একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে। বুধবার (৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা সাভার আশুলিয়ায় থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক। এর আগে গতকাল মঙ্গলবার বিকেল আশুলিয়ার কলমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রস্তম আলী সাভারের কলমা এলাকার মৃত হাতেম আলীর ছেলে। তিনি সাভার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। পুলিশ জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলি করে নাজমুল নামে এক ছাত্র হত্যার দায়ে একটি মামলা হয়। সেই মামলায় ৪৪ নাম্বার আসামি রস্তম আলী। মামলা দায়েরের পর থেকে তিনি বিভিন্ন স্থানে লুকিয়ে ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের কলমা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আশুলিয়া থানার পরিদর্শক আবু বকর সিদ্দিক বলেন, রুস্তম আলী এলাকায় আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্মে জড়িত ছিলেন। এছাড়া তিনি ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.