ঢাকা সাভারে মধুমতি টাইলস কারখানায় রাতভর ডাকাতি, কোটি টাকার মালামাল লুট
রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার ঢাকা : ঢাকা সাভারে কারখানায় নিরাপত্তা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার রাতে সাভারের উলাইল এলাকায় মধুমতি টাইলস কারখানায় রাতভর এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় নগদসহ প্রায় ১ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। জানা যায়, রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় মধুমতি টাইলস কারখানায় আনুমানিক ২৫ জনের একটি ডাকাতদল প্রবেশ করে। তারা কারখানার নিরাপত্তা কর্মী, কর্মকর্তা, কর্মচারীদের বেধে রেখে রাতভর ডাকাতি করে আজ সোমবার ভোর সাড়ে ৪ টারদিকে ডাকাতি করে কারখানা থেকে বেড় হয়ে যায়। এ সময়ের মধ্যে ডাকাতরা ১৫শ’ পিচ মটর, প্রায় ৩০০ কেজি তামার তার, ১০টি ব্যাটারীসহ কারখানার মূল্যবান জিনিষপত্র নিয়ে যায়।
চলে যাওয়ার সময় ডাকাতদল কারখানাটির সিসি ক্যামেরার হার্ডড্্রাইভ খুলে নিয়ে যায়। ফলে সিসি ক্যামেরায় কোন কিছুই সংরক্ষিত নেই। জানা যায়, প্রতিপিস মটরের মূল্য কমবেশি ১০ হাজার টাকা। আর প্রতি কেজি তামার মূল্য ১২০০ টাকা। মধুমতি টাইলস কারখানার পরিচালক রুমকী জানান, ডাকাতরা নগদসহ প্রায় কোটি টাকার মামলামাল নিয়ে গেছে। এ খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর লোক ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আমরা চরম নিরাপত্তাহীনতার ভুগছি। সন্ধ্যার পরই থানায় অভিযোগ করতে যাবো। আমি অবিলম্বে ডাকাতদের গ্রেফতার করে লুন্ঠিত মালামাল উদ্ধারের দাবি জানাচ্ছি।