স্টাফ রিপোর্টার : ঢাকা, আজ ৮ নভেম্বর আসন্ন মিলন মেলা ২০২৪ উপলক্ষে ঢাকাস্থ বাগেরহাট ফোরামের এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর শাহবাগ এলাকার একটি কনফারেন্স রুমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. আতিয়ার রহমান। সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি হাফেজ সুলতান আহমদ, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামসুজ্জামান, সম্পাদক এ্যাডভোকেট বেলায়েত হোসেন, শেখ মোহাম্মদ ইউনুস আলী, মো. আরাফাত হোসেন, কবি সরদার আব্বাস উদ্দিন, এস এম যুবায়ের রানা সহ বিভিন্ন জোনের দায়িত্বশীল সদস্যবৃন্দ। বিস্তারিত শুক্রবার ঢাকার উপ কন্ঠে সভায় ডিসেম্বরের ২০ তারিখ শুক্রবার ঢাকার উপকণ্ঠের একটি রিসোর্টে মিলন মেলা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া মোঃ গোলাম পরোয়ার (সাবেক এমপি)। এছাড়াও বাগেরহাটের গুণীজন যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োজিত হয়েছেন তাদের এবং আলোকিত ব্যক্তিত্বদের দাওয়াত দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়াও বাগেরহাটের রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক মানবিক ব্যক্তিবর্গ, আলিম সমাজ, গুণী জন উপস্থিত থাকবেন। উল্লেখ্য, বর্তমানে ৫টি বিশ্ববিদ্যালয়ে বাগেরহাটের কৃতি সন্তানেরা ভিসির দায়িত্ব পালন করছেন। সভায় বাগেরহাটের মানুষকে একত্রিত করে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং সমৃদ্ধি বৃদ্ধির লক্ষ্যকে সামনে রেখে এবারের মিলন মেলা আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করা হয়।