প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ১:৩৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৮, ২০২৪, ৩:৫৭ অপরাহ্ণ
ট্রাক বোঝাই কাঁচা রাবার আটক করলো ধনবাড়ী থানা পুলিশ
ট্রাক বোঝাই কাঁচা রাবার আটক করলো ধনবাড়ী থানা পুলিশ
স্টাফ রিপোর্টার মোঃ দেলোয়ার হোসেন: ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ এর নেতৃত্বে ১৭ নভেম্বর ভোর ৪টা ৩০ মিনিটে মধুপুরের চাঁদপুর বাবার বাগানের ৬০ বস্তা রাবার ভর্তি পুরাতন মিনি ট্রাক এবং চারজন চোরাকারবারী সহ আটক করে ধনবাড়ী থানায় নিয়ে আসেন । আটককৃত ৬০ বস্তা অপরিশোধিত রাবারের আনুমানিক মূল্য ৭ লাখ ২০ হাজার টাকা । আটককৃত পুরাতন মিনি ট্রাকের নাম্বার ঢাকা মেট্রো- ন ১৩-৭৭৬০ । ধনবাড়ী থানার এসআই (নি:) আলমাস আল রাজী এবং এএসআই (নি:) সনজিৎ কুমার বর্মন সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর ৪ ঘটিকায় ধনবাড়ী বাসস্ট্যান্ডে ডিউটি করা কালীন গোপন সূত্রে খবর পেয়ে যদুনাথপুর ইউনিয়নের আমীরপুর উচ্চ বিদ্যালয়ের গেইটের সামনে থেকে একটি পুরাতন মিনি ট্রাক বোঝাই মধুপুরের চাঁদপুর রাবার বাগান হতে চোরাচালানকৃত ৬০ কেজি করে ৬০ বস্তা অপরিশোধিত কাঁচা রাবার আটক করেন যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।
এসময় মিনি ট্রাকে অবস্থানরত ৪ জন চোরাকারবারীকে আটক করা হয় । মিনি ট্রাক সহ রাবার এবং ৪ জন চোরাকারবারীকে ধনবাড়ী থানায় আনা হয় । আটককৃত ৪ জনই স্বীকার করে যে তারা অপরিশোধিত কাঁচা রাবার চাঁদপুর রাবার বাগান,মধুপুর, টাঙ্গাইল হতে অসাধু উপায়ে সংগ্রহ করেছেন এবং দীর্ঘদিন যাবত তারা এই চোরাচালান করে আসছেন। এ ঘটনায় ধনবাড়ী থানা পুলিশ বাদী হয়ে মামলা করেছে, মামলা নং ৫ , তারিখ ১৭/১১/২০২৪ ইং , ৩৭৯/৪১১ ধারা পিসি অভিযোগ দায়েরের পর আসামিদের টাঙ্গাইল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে । ৪ জন আসামি হলেন - ১. তোফাজ্জল (৩৫) পিতা -সোলাইমান, সাং (চাঁদপুর)ফুলবাকচালা , থানা- মধুপুর, জেলা- টাঙ্গাইল ২. মো: আ: রশিদ(৩৫) পিতা - মৃত হাসমত আলী, সাং চাঁদপুর, জামালপুর সদর ৩. ইকবাল হোসেন (৩৫) পিতা - হাবিবুর রহমান , সাং শরিফপুর, জামালপুর সদর এবং ৪. সুজন, হোসেন (২৭), পিতা - হাসু মিয়া, সাং চর দুধিয়াগাছা , থানা - মাদারগঞ্জ, জেলা - জামালপুর। ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ জানান ধনবাড়ী উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং গ্রেফতার পরোয়ানা জারি কৃত সকল আসামি ধরতে ধনবাড়ী থানা পুলিশ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন ।
Copyright © 2024 দৈনিক গণসংবাদ. All rights reserved.