জনজীবনে স্বস্তি ফেরাতে ঢাকা দক্ষিণ কৃষক দলের উদ্যোগে ক্রয় মূল্যে সবজি বিক্রয়
খন্দকার সেলিম রেজা স্টাফ রিপোর্টার: শনিবার ৭ ই ডিসেম্বর ঢাকা মহানগর দক্ষিন কৃষক দলের উদ্যোগে অন্তর্গত শাহবাগ থানায় ক্রয় মুল্যে সবজি বিক্রয় করা হয়। নিত্যদ্রব্যের উচ্চমূল্যের কষাঘাতে বিপর্যস্ত জনজীবন। জনজীবনে স্বস্তি ফেরাতে আজকে জাতীয়তাবাদী কৃষকদল শাহবাগ থানায় ক্রয় মুল্যে সবজি বিক্রয় করেছে।
এ সময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাবির তুহিন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোঃ কামাল হোসেন,আহবায়ক ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর কামাল তাপস সদস্য সচিব ঢাকা মহানগর দক্ষিণ কৃষক দল,সবজি বিক্রয় কার্যক্রম সঞ্চালনায় ছিলেন সিনিয়র যুগ্ম-আহবায়ক হারুন শিকদার,১নং যুগ্ম-আহবায়ক মোয়াজ্জেম হোসেন বাদশা, যুগ্ম-আহবায়ক শামসুজ্জোহা মাষ্টার,যুগ্ম-আহবায়ক রবিউল আউয়াল রবি,আহবায়ক কমিটির সদস্য বেলাল হোসেন রাজু,কৃষক দল নেতা আব্বাস উদ্দিন স্বপন সহ কৃষক দলের অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবজি বিক্রয় অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন খিলগাঁও থানা কৃষক দলের নেতৃবৃন্দ।